অপেক্ষায় ভরে আছে আমার শূন্যতা
শূন্য মানে শুকনো নয় , ভরা আর্দ্রতা ।
শিশু গোল বড় করে বেড়ে বেড়ে যাবো
মাঝে ফাঁকা পরিধিকে অসীমে ভরাবো ।
বিরহের মেঘে মেঘে বৃষ্টি হবো রোজ
ভালোর যে বাসা বোনে , দেবে তারই খোঁজ ?
হয়তো ভাবছো –আহা ! একা পুড়ি আঁচে
কখনই একা নই , স্মৃতি পাশে আছে ।
তবুও দুঃখ কাঁদে , না পেলে বিষাদ
এ কোন অ-সুখ দিলে নাড়ীতে , নিষাদ !
কীভাবে চাওয়ারা পেলে , পাওয়া ভরপেট !
সেভাবে সাজাবো বুকে স্বপ্নের গেট ।