কতই না ভালো হতো
যদি তোমার দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যেত।
কতই না ভালো হতো
যদি তোমার অঙ্গের সৌরভে সর্বদা মেতে থাকা যেত।
কতই না ভালো হতো
যদি তোমার হাসিতে সব দুঃখ ভুলে থাকা যেত।
কতই না ভালো হতো
যদি তোমার এলো চুলের রাজত্বে হারিয়ে যাওয়া যেত।
এরকম তো লাখো লাখো ইচ্ছা থাকে,
সব কি পূরণ হয়?
ইচ্ছা পূরণ হলে তো সেই একঘেয়ে জীবন যাপন,
তার চেয়ে এই না পূরণ হওয়া’র মধ্যেই আছে অনেক আনন্দ, মনে আশা জেগে থাকে-
একদিন ঠিকই পূরণ হবে এভাবে বেঁচে থাকতে ভালো লাগে।