ওখান থেকে তোমার বেরিয়ে আসা উচিত
তুমি কোন কিছুতেই পুরোপুরি সন্তুষ্ট নও
তুমি জীবনকে এখনো শোধন করতে পারো নি
আত্মা-পরমাত্মা তোমার কাছে একটা অর্থশূন্য ভৌতিক বিষয়
এই বিষয়কে তুমি যখনই প্রাধান্য দেবে তখনই তোমার জীবন সম্পর্কে এক অনন্য চেতনা অর্জন করতে পারবে।
সবচেয়ে আগে তুমি চঞ্চলতা দূর করো
শান্ত হয়ে জীবনের মানে খোঁজো
অশান্ত ঢেউয়ে তুমি হীরে জহরতের পাহাড় খুঁজতে যেও না
অহেতুক মূল্যবান সময়কে ব্যর্থ পান্ডুলিপিতে লিপিবদ্ধ করো না
জেনে রেখো, এই মানব জনম প্রাপ্তি বড় দুষ্কর প্রাপ্তি
এই জন্মটাকে তুমি অবহেলায় নষ্ট হতে দিও না।