তোমরা ভেবেছিলে—
আমি হেরে গেছি
আমি তো হেরে যাইনি;
তোমরা ভেবেছিলে–
আমি সবকিছুই হারিয়েছি
আমি তো কিছুই হারায়নি;
আসলে আমার—
হারানোর মতো তো কিছুই নেই এবং ছিলও না
আমার মত মানুষ কিই বা আর হারাতে পারে বল ?
ওসব ভ্রান্ত ধারণা হতে নিজেকে সরিয়ে নাও
ঐ ভ্রান্ত ধারণা গুলোই তোমাকে করছে ক্লান্ত,
দিনে দুপুরেই তোমায় করছে খুন; করছে বিভ্রান্ত
সরে এসো অনেক দূরে; একটু থাকো শান্ত।
আমাকে চিনতে পারোনি; বুঝতে পারোনি তোমরা
আমিও চিনতে পারিনি; বুঝতে পারিনি
এই চিনতে না পারা ও বুঝতে না পারার মাঝেও অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি,
এখন পালা শুধু দিন গোনার;
এখন পালা শুধু ফিরে যাওয়ার
কোন বিষাক্ত নর্দমার পাঁকে কাটিয়েছি জীবনটা
এত সাধনা ও অপেক্ষার পরেও
পরিষ্কার হলো না নর্দমার পাঁক টা।