‘নবান্নেতে ধানের গোলা ভর্তি থাকে চাষির ঘরে।’
নতুন ধানের গন্ধে চাষীর মনটা যাবে ভরে।
অঘ্রানেরই আগমনে সব বাঙালির ঘরে,
নতুন ধান্যের নবান্নেতে মনটা যাবে ভরে।
নবান্নেরই উৎসবে বইছে সুখের বন্যা
খেজুর গুড়ের পুলিপায়েস ঘরে হবে রান্না।
কুয়াশা জড়ায় শীত চাদরে নবান্ন গায় মধুর গান
কৃষকেরা আজ খুব খুশি পেয়ে নতুন ধানের ঘ্রাণ।
কৃষকেরা সেই ধান দিয়ে রাখে নবান্নের মান
খুশির উৎসব নিয়ে বাঁচায় ওদের খুশির প্রাণ।
কুয়াশার চাদর ঢাকা হেমন্তের আগমনে
সূর্য তাই হেলেছে দক্ষিণে ঋতুর আবাহনে
কার্তিক শেষ অগ্রহায়ণে কৃষাণেরা যায় মাঠে
খুশি মনে সব চাষিরা সোনালী ধান কাটে।
নতুন ধানের গন্ধে চাষীর মনটা যাবে ভরে,
তারই অপেক্ষায় চাষী সারা বছর অপেক্ষা করে।
নবান্নের ধান কবে উঠবে তার গোলা ভর্তি করে
সেই আনন্দে মনে যে তার আর আনন্দ না ধরে।
কার্তিক অগ্রহায়ণ মাসের শেষে আনন্দে যায় মাঠে
সারা বছরের আনন্দ ফসল সুখের রেশে কাটে।