বছর শেষে বছর আসে কালের পৈঠা বেয়ে,
নতুন স্বপ্ন চোখে সাজে
আশার রঙে ছেয়ে।
যতকিছু দুঃখ বিষাদ ফেলবো ঝেড়ে মুছে,
ভেদ বৈষম্য থাকবে নাকো সবই যাবে ঘুচে।
বোধের পরশ নিয়ে সবাই
চলবো জীবন পথে,
নতুন দিশার পাঠটা নেবো জ্ঞানীজনের মতে।
এসো মোরা সবে আজি নতুনের ছোঁয়ায়,
ভবিষ্যতের স্বপ্ন গড়ি বাস্তবতায়।
সমাজ হিতে থাকবো সবাই করে ভালো কর্ম,
মানব জীবন ক্ষণস্থায়ী
সুকাজ করাই ধর্ম ।