পরিযায়ী পরবাসে নব বধূ ত্রাসে
সুদূর বিদেশে বাস বিনা পিতামাতা,
আকাশে বিমানে যাত্রা মেঘে মেঘে ভাসে,
অশ্রুজলে ভরে আঁখি লবনাক্ত স্নাতা।
ঠাকুরে প্রার্থনা করে রক্ষা করো ত্রাতা
বিদেশে বিভুঁয়ে বাস আঁকে কত ছবি,
বুকের পিঞ্জরে রবে স্মৃতি ভরা পাতা,
কবিতা রচনা কালে কণ্ঠে রহে রবি।
উপন্যাসে গীতিনাট্যে শব্দ রচে কবি
সংসার জীবন কাটে কর্ম ভরা কাজে,
চঞ্চলা চপলা নারী ভবিষ্যের ভবী,
আপন কুলায় ফেরে মনোরম সাজে।
লজ্জাবতী পরবাসে দশ’ভুজা নারী
কর্মদক্ষতা নিপুণ সর্ব গুণ ধারী।