নিস্তরঙ্গ ঝড়ে ধেয়ে আসে কিছু এলোমেলো শব্দের অস্পষ্ট অবয়ব…
কিছু ফিসফিস শব্দে সন্তান বাৎসল্যে অস্তিত্ব জোড়া অপসৃত সময়ের ক্ষতগুলো সেলাই করে দিতে চাইছে সময়,
যুগের পর যুগ ধরে সাক্ষ্য হয়ে থেকে গেছে কিছু আলো-ছায়া-আস্তানা…
রাতের পর রাত, দিনের পর দিন চুপিসাড়ে সকল লজ্জার মাথা খেয়ে রক্ত মাখা শরীর নিয়ে
শত লাঞ্ছনার মুখোমুখি দাঁড়িয়ে আজ এক স্থবির শতাব্দী,
যার প্রবীণ আঙুলে জড়িয়ে আছে এখনও অনেক উৎসব, বৃষ্টির টিপটিপ শব্দের নাচন, দেওয়াল ঘড়ির টিকটিক আওয়াজ,
যার চলনে বৃদ্ধ হয়েছে কবিতা,
যার অস্তমিত সূর্যে ফেলে আসা যৌবনের হা-হুতাশ গুলো বৃদ্ধ হয়ে ওঠে সোনালী অতীতের অকুণ্ঠ প্রত্যাশায়…
তবুও, চুপিসারে আজ চলে যাচ্ছি সমস্ত ভাব মাটিতে সঁপে
নষ্ট সময়ের অর্ধযুগ পার করে বিরাগ তরঙ্গের স্পর্শ পেতে…
এক নিতান্ত আটপৌরে, অনাড়ম্বর, নীরব, নির্ভেজাল জগতের কাব্যগাথা সাথে নিয়ে,
যেখানে নৈঃশব্দেরও আছে একরাশ মুখরতা,
মৌনতানেরও আছে সুর-লয়-ছন্দের মাদকতা,
যেথায় বর্ণিল ভ্রমর তন্ত্রীতে তন্ত্রীতে তোলে অমিয় সিম্ফনি,
যেথায় কিছু অনুভূতি জেগে থাকে অপরিসীম মগ্নতায়…।