হঠাৎ একটা দমকা ঝড়ে গাছের মগডাল ভেঙ্গে পড়েছে,
ঝড় পূর্ব অবস্থায় আমি মগডালে বসে ছিলাম আনন্দে,
দীর্ঘদিন ক্ষমতার শীর্ষে থাকার আনন্দে মসগুল হয়ে ছিলাম,
;সকলে বলে ওটা ঝড় নয় পরিবর্তন ছিল, ওরা আসলে ভুল ছিল,
বতর্মানে শিক্ষা,স্বাস্থ্য,সড়ক,অর্থ সর্বক্ষেত্রে
লুটেরাদের স্বর্গরাজ্য,
আইনের রক্ষকদের শক্তহস্তও অসহায় হয়
পর্য্যবেক্ষকদের গড়িমসিতে,
ক্রমবর্ধমান সর্বক্ষেত্রে মূল্যবৃদ্ধি মানুষকে
করেছে ধরাশায়ী মূক-বধির,
শত থেকে শূন্যে পৌঁছেছি কিন্তু ফেরার সংগ্রামকে আঁকড়ে ধরে আছি,
সর্বত্র আগুনের লেলিহান শিখা ছড়িয়ে
পড়েছে দ্রুতগতিতে,
আমি শক্ত হাতে পরিস্থিতিকে সরলীকরনের চেষ্টায় নব ক্যাসাবিয়াঙ্কা।