নতুন নতুন আশার মহাসম্মেলনে
জমাটি ভিড়ে নবজাতকের আসন্ন পদচারণা।
তার সাথে হোক মানুষের আরো সখ্যতা
তার পাশে মানুষও দাঁড়াক বন্ধু হয়ে
আরো আরো উন্নতির সফলতার সন্ধানে।
কামনার সাথে প্রতারণার তিক্ত স্মৃতি
অতীতের ঘেরাটোপে বড়োই উজ্জ্বল –
সেই আশাহতরা দারুণ ভয়ে ভয়ে ত্রস্ত
মনের অলিন্দে ব্যর্থতার চমকানিতে।
তবুও বাঁচা, বেঁচে ওঠা বাঁচনের অভিপ্রায়ে
নতুন বরষে সুখের বর্ষা পারেও নামতে ,
ফুলে-ফলে-ফসলে ভরপুর হোক না বছর
নতুন ভূমিষ্ঠের মুখে তবে পড়ুক ফুলচন্দন
কামনাকুল নর-নারী পাক জবর খবর।
ধন-ধান্যে-পুষ্পে আমাদের সামাজিকতায়
সমাজের বাহার ছড়াক মহোল্লাসে অচিরে ,
আগলে রাখতে পারি নবীন আশাপ্রদ কাল
সুন্দরের পথের খোঁজে অনায়াস ভঙ্গিতে।