কেমন করে এমন হলো ভাল্লাগে না ছাই,
পিছে কেন এত মায়া বলতে পারিস ভাই?
যারা যাবার চলে গেছে ,সামনে নতুন দিন
-সবার কাছে প্রেমটুকু চাই জীবন বড়ই ক্ষীণ।
তুই ,আমি,আমরা সবাই জীবন মৃত্যুর দাস,
সত্যি কথার অভাব দেখে জীবন হাঁসফাঁস ।
নতুন বছর হয় যেন সুখে ভরা দিন –
হাসব, খেলব,দু চোখ ভোরে দেখবো রঙিন।
সুখে থাকুক সকল সাথী এই কামনা করি
সবার মুখে হাসি দেখে আনন্দে যেন মরি ।
এই পৃথিবী এক নাট্যমঞ্চ আমরা অভিনেতা –
আমার আমার মিথ্যা মায়া ,মিথ্যা অধিরতা।