নতুন বছর নতুন আতপে
ভরে উঠুক মন,
উজল আলোয় ঘোচাক গরিবি
প্রতি আপন জন।
পূর্ব গগনে সূর্য প্রকাশ
দীপ্ত তুমি রবি,
কীর্তি যশের আসবে লেখায়
আঁকবে কত ছবি।
নতুন বছর ফসল ফলাও
অপরিসীম রাশি,
কিষাণ কিষাণি শ্রমের শেষেতে
হাসবে কত হাসি।
সূর্য মুখীরা রোদ্দুরে সোজা
তেলের বীজে ভরা,
হলুদ রঙের ছোঁয়ায় বাঁচুক
এ সুন্দরী ধরা।
নতুন বছর নতুন বছর
চাকরী নিয়ে আসো,
বেকার যুবক যুবতীর দল
চাকরী পেয়ে হাসো।
নতুন বছর নতুন দিনের
নতুন কথা বলো,
নতুন নতুন আশার কথায়
ভাসব মোরা চলো।