নির্বাসন নিয়েছো আজ স্বেচ্ছায়
বাড়িয়েছো নিজের বেদনা
মন দেওয়া নেওয়া দুজনায়
সে মন আজ লাগে অচেনা।
দাও শুধু সিগারেটে টান
কি যে পাও দিয়ে মনপ্রাণ
তুমি জানো ওটা নিকোটিন
তবুও নেশায় মাত রোজদিন।
ঠুকে ঠুকে ফেল পোড়া ছাই
বাড়ে যে বুকের ব্যথা তাই
তুমি বল তাতে কবিতাকে পাই
ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই।
তুমিই বল একলা হই পাছে
তাই সিগারেট আসে কাছে
কবিতায় মজে সুখে যাপন
স্বপ্ন রঙিন এই বেশ জীবন।
নিজে নিলেএকলা নির্জন ঘর
চুমে সিগারেট উষ্ণ দু’অধর
জ্বালা ধরা দুচোখই নিশাচর
তন্দ্রায় দেখে না কাকভোর।
তাই ফুল পাখি গাছ হাসে
সিগারেট বড্ড ভালবাসে
বোঝে না সেও বুকের যন্ত্রণা
দিতে পারে না সুখের ঠিকানা।