ঐ যে আমি,
যে রাজপ্রাসাদ গড়েছিল তোমাকে নিয়ে,
আমার সেই স্বপ্নের রাজপ্রাসাদ
যার প্রতিটা পাথরের খাঁজে খাঁজে ছিল ভালোবাসায় ভরা।
আজ সেই রাজপ্রাসাদে ধূলো জমে আছে।
প্রতিটা পাথরের খাঁজে খাঁজে শুধু ধূলো আর ধূলো। স্মৃতিরা হাঁসফাঁস করছে
ওরা বেড়িয়ে আসতে চাইছে ঐ ধূলোর স্তর ভেদ করে।
কিন্তু পারছে না, ওরা বেড়িয়ে আসতে পারছে না।
এই ধূলো জমতে জমতে একসময়
আমার সেই স্বপ্নের রাজপ্রাসাদ ধূলোর স্তূপে ঢাকা পড়ে যাবে
যুগের পর যুগ ধরে।
আর কারো চোখে পরবে না।
ধূলোর স্তূপে ঢাকা পড়ে থাকা আমার সেই রাজপ্রাসাদের ওপর একসময় গড়ে উঠবে নতুন ইমারত।
কংক্রিটের ঝাঁ চকচকে ইমারত।
নতুন প্রজন্ম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে সেই ইমারত।
আর আমার সেই রাজপ্রাসাদ , যা আমি স্বপ্ন আর ভালোবাসা দিয়ে গড়েছিলাম নিরবে নিভৃতে কেঁদে মরবে।