অনড় দ্বিধা চতুর গেরিলার মতন চুপটি বসে
হৃৎপিণ্ডের আড়ালে -বিশ্বস্ত জায়গাটির অনন্য আয়োজন ,
সামান্য দূরেই লক্ষ্যবস্তু।
এখন ঘুমন্ত আগ্ণেয়াগিরির মুখে ছটফটানি
সুদূর অস্ত ,অনেক সম্ভাবনার অকালপ্রয়াণ এভাবেই জেনে
কাঁপুনির অসহায় দংশন
পুতুলনাচের শৈলী দেখায়।
অথচ অশুচি বাতাসের একটু ছোঁয়ায়
উচিত কাজ ভুলেছে হৃদয় অশান্তির অকথ্য ছোবলে
এবং দুরকম চিন্তাধারা ভীষণ ব্যস্ত শীর্ষ সম্মেলনে
যেন রুদ্ধ ঘরে জরুরী গোপন বৈঠক !