বসে আছি,
নিখুঁত কবিতা হওয়ার আশায়
মশলা চাই…
ঝোলা খুললাম
আগুন দাও
অনেক দিন হল
ধোয়া দেখি নি
বুক বাম থেকে উঠুক।
এখন একটা নীল সিগারেট জ্বালাতেই পারো
রক্তের ঘুম ভাঙুক।
ওদিকে ধোয়া ওঠা বন্ধ হলেই
সব বন্ধ দরজার মৃত্যু।
মিট্টি সে আসমান তক আমার গাঢ় সবুজ শিরা উপশিরা
অপেক্ষার অবসান।
দেবী দর্শন আরম্ভ হোক।