দেখা হয় না অনেকদিন,
যেন বহু যুগের ওপারে
নষ্ট ঘড়ির কাঁটায় ঝুলে আছে সময়,
সংকুচিত দৃষ্টি আকাঙ্ক্ষায় প্রসারিত হয়;
শুধু দেখবে বলে…
ভবঘুরে অতুল-তৃষ্ণা ওঠে –নামে
চোখের অবতলে।
অঢেল শূন্যের ভিতর নিখোঁজ
তোমার উদভ্রান্ত ছায়া!
না-বলা কথা জমে, নিরেট নীরবতা
চিড়ধরা পাঁজরে,–হাহাকার জানায়!
দীর্ঘ অদর্শন আর কথাহীন মুহূর্ত
হৃদয়ের গভীর থেকে নেমে আসে শিকড়ে।
শুধু চলে যাওয়া আছে,
শুধু আড়াল…
শব্দ ভেঙে ভেঙে অজস্র কথা নিঃশব্দ হয় !
ক্ষমাহীন অন্ধত্ব আর মূক কথকতায় শুধু
জেগে থাকে ভালোবাসা…।