মহা পঞ্চমীতে আলোর বন্যা
দেবী মণ্ডপে আবির্ভূত।
মানুষের ঢল পথে ঘাটে
ঠাকুর দেখে অভিভূত।
মাগো তুমি সকল বিঘ্ননাশিনী
দূর করো আবর্জনা,
মনের কলুষতা বিসর্জন করে
সবাই করুক আরাধনা।
ধর্ম বর্ণ …. ভুলে গিয়ে
জাগরুক করো মানবতা,
মানব হোক শ্রেষ্ঠ বিশ্বে
ধূলিসাৎ করো দানবতা।
যুদ্ধ হিংসা দ্বেষ মুছিয়ে
জয় হোক ভালোবাসা,
গরিব শিশুর দুঃখ মুছিয়ে
দাও তাকে নবআশা।
চেতনা সকলের বৃদ্ধি হোক
শুভ কাজে সফলতা,
মনের অসুর বিনাশ করো
নইলে পাবে বিফলতা।