ভালোবাসা ও আবদারের মধ্যে,
সমন্বয়ের সাঁকোয় বসে… অনুশাসনের মিশেল আদতে ভালোবাসাকেই পোক্ত করে…
এটা না বোঝার ব্যর্থতায়.. অভিমানি হৃদয়,খিড়কির আগল বন্ধ করে নিজেকে আটক রাখে..
যা স্থায়ী সমাধান নয়, বিশ্বাসের শিকড় উৎপাটন।
তবে কিসের ভালোবাসা,কিসের স্তম্ভে বিজয় পতাকা!
একটু একটু জমতে থাকা ভরসা,বিশ্বাস আবদারে পূর্ণতা পেয়েও,সঠিক ঝাড়পোছের অভাবে,
আগাছার জঙ্গল পূর্ণ হয়ে,জেগে থাকে ভিসুভিয়াস,অগ্ন্যুৎপাতের আশঙ্কায়.
সতর্কবার্তা জারি সম্পর্কের সীমান্ত উপকূলে….