কামার, কুমার,তাঁতী-
কষ্টে আছে লক ডাউনে
আরো অনেক জাতি।
কুলি,মুঠে,হকার –
কোরবানিরই এই ঈদেতে
দেশ কি কারো একার?
কেমনে যাবে দিন?-
ঘরে বসে খাচ্ছে তারা
দিচ্ছেনা কেউ ঋণ।
কোত্থে পাবে টাকা?
এসব ভেবে দিন চলে যায়
কষ্ট ভীষণ থাকা।
দুই জাহানের মালিক –
আমার খাবার দাও যুগিয়ে
যেমনটি পায় শালিক।