যে দুঃখ গুলো শুকিয়ে আছে
তৃষ্ণাতে – তাকে ভিজিয়ে দিও
শ্রাবনের বারিধারাতে!
যে আকাশচুম্বী আকাঙ্খা গুলো
স্বপ্ন দেখে দিগন্ত ছোঁয়ার!
তাঁদের উন্মুক্ত না রেখে ছোটো ছোটো
আনন্দের পোশাক পরিয়ে দাও
দেখবে তখন অসুখের চেনা জগৎটা
মনোরম সুন্দর মনে হবে!
অনেকটা পথ চলার পর
এবার ঘরে ফেরার পালা!
কিছু ক্ষত হয়েছিল নগ্ন পায়ে
হিসেব না করে পথ চলাতে!
সেইখানে বীজ ছড়িয়ে দাও
ভালোবাসার ফুল ফোঁটার আশায়!
দুঃখ আর আকাঙ্খার যে জট জমেছিল
তাকে পরিপাটি করে আঁচড়ে সাজিয়ে
তুলবে যেদিন-পৃথিবীর আয়নায় নিজের
নতুন মুখদেখে চমকে উঠবে তুমি