জীবনপথে চলতে গিয়ে হোঁচট যদি আসে
বেপরোয়া হলেই জীবন কাটবে কিন্তু ত্রাসে।
সুচিন্তকরা ভুলের জন্য দেখবে কেমন হাসে
বাকি জীবন কেমন তোমার দোটানাতে ভাসে।
অবশিষ্ট জীবন প্রমাদ তোমায় গুনতে হবে
সময়েতে সাবধান হলে সুন্দর জীবন তবে।
জীবনপথে চলতে গিয়ে হোঁচট যদি আসে
বেপরোয়া হলেই জীবন কাটবে কিন্তু ত্রাসে।
সুচিন্তকরা ভুলের জন্য দেখবে কেমন হাসে
বাকি জীবন কেমন তোমার দোটানাতে ভাসে।
অবশিষ্ট জীবন প্রমাদ তোমায় গুনতে হবে
সময়েতে সাবধান হলে সুন্দর জীবন তবে।