কিছু ইচ্ছে না হয় রইলো অপূর্ণ,
মরীচিকার মোহে সুখ পিছলে পড়েছে বারবার,
বেহিসেবী চৌকাঠ দিয়েছে ঘুণের খেসারত,
স্তূপীকৃত পাপ ধুতে পারেনি ঢেউ এর অমৃতমন্থন,
অস্তিত্বের কাছে জমা রেখেছি দায়বদ্ধতার শিকড়।
এক ভগ্নাংশ প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছি,
সিঁড়ির ধাপের দাগছোপের জবাবে জর্জরিত অনলস প্রহর,
অভিনয়ের প্রাণপনে ছুঁতে চেয়েছে উৎসের শীর্ষবিন্দু,
অজুহাতের ঘুর্নিঝড়ে গর্জে ওঠে সময়ের চাবুক,
জীবনের দাঁড়িপাল্লা ভারসাম্য হারায় বারবার ।
ভেসে আসে বুকের অন্তঃস্থ আর্তনাদ,
আয়নায় মূর্ত হয় কঙ্কালসার বোধিসত্ত্ব,
শব্দেরা বড্ড ভারী, ভারবাহী আবহে,
জটিল তত্ত্বের সমীকরণে কিছু ইচ্ছে আজও অধরা