দারুন দস্যি বেজায় সাহস বয়স ছয় কি সাত।
অদ্ভুত্তুড়ে কীর্তি দেখে সবার মাথায় হাত।
পুঁচকে হলেও তড়তড়িয়ে আমগাছে যায় চড়ে।
মা চেঁচায় ,নামরে দস্যি কাঠবেড়ালি , যাবি তুই পড়ে!
ফিকফিকিয়ে দস্যি মেয়ে ফেলে পাকা আম ।
বল্লে হেসে,ভয় পাসনে মা ,বুকে আমার আছে কৃষ্ণনাম।
সাঁঝের বেলা নিত্য যে শেখাস অষ্টোত্তর শতনাম।
তবে, আমার ভয়টা কিসের,পাড়তে দে না আম!