হাঁসের পিঠে চড়ে পাড়ি
মর্ত্যে সরস্বতী দেবী,
বসন্ত পঞ্চমী নেবে পুজো
ভক্ত গণে সেবী।
হস্তে পুস্তক আছে তোমার
পথশিশু ঘিরে ধরে,
বিদ্যা দাও মাগো দেখি
এসো মোদের ঘরে।
পড়ছে দেবী তাদের ঘরে
বইটি হাতে নিয়ে,
অবাক চোখে আছে সকল
শুনছে মনোযোগ দিয়ে।
শ্বেতবসনা পদ্মাসনা বীণাহস্তে আসীন
কণ্ঠে সুরের ধারা,
ছেলে মেয়ে শিখলো স্তোত্র
হলো তবে পাগলপারা।
বাহন হংস পাখনা মেলে
যোগ দিয়েছে সাথে,
ঘরে ঘরে সরস্বতী আসুক
থাকুক পুঁথি হাতে।