উথাল পাথাল ঢেউ ঘূর্ণিঝড় বেগে
সামাল সামাল রব পৃথ্বী আজ রেগে।
মত্ত বায়ু দাপাদাপি হেলে পড়া গাছ
ধ্বংসলীলা আর্তনাদ পিশাচীর নাচ।
আসছে রে ঘূর্ণিঝড় ওই শোনা যায়
সর্বহারা ক্রন্দনেতে বাসা ফিরে চায়।
নিঠুর ভৈরবী রূপ ভাসায় নগর
করাল অট্টহাসিতে ধ্বংসের শহর।
টিনের চালের ওড়া আকাশের পথে
সমীরণে দাপাদাপি বিপর্যয় রথে।
বিজলি বাতির তার ছিঁড়ে পথে হায়
ডালেভাঙা বৃক্ষরাজি মরা পাখি পায়।
রাস্তা ঘাটের দুর্দশা চোখে জল আসে
ভাঙা টালি বেড়া ঘর পড়ে আছে পাশে।
জলোচ্ছ্বাসে ভাসাভাসি অতি বৃষ্টি চলে
বঙ্গোপসাগরে ‘রেমাল’ আসবে তাহলে।
সতর্কতা মানো তবে দূরে সরে যাও
উপকূলবর্তী সব শান্তি খুঁজে নাও।
সর্বহারা আর্তনাদ শুধু কানে বাজে
প্রভু পরমেশ্বর হে! ত্রান দাতা সাজে।