তোমার জন্যে অপেক্ষায় থাকবো
বুনোফুলের সৌরভ মেখে নির্জন সেই দ্বীপে।
তোমার জন্যে কবিতা লিখবো অশ্রুর মুক্তো
গেঁথে গেঁথে, সারারাত না ঘুমিয়ে —
তোমার জন্যে দীর্ঘ রজনী জেগে রবো!
একরাশ কথার পসরা সাজিয়ে নিয়ে,
তোমার জন্যে অভিসারিকার সাজে সাজবো।
কালো মেঘে ছাওয়া আকাশের নিচে —
তোমার জন্যে অপেক্ষায় থাকবো।
বকুলের মালা গাঁথবো তোমায় পড়াবো বলে
তোমার জন্যে এক জীবন পেরিয়ে যাবো!
পরজন্মে তোমাকে আপন করে পাবার আশায়
তোমার জন্যে জ্যোৎস্না মেখে নিজেকে সাজাবো।
মাধবীলতা জড়িয়ে খোঁপায় অপরূপা রূপে,
তোমার জন্যে অনন্তকাল প্রতীক্ষায় বাসর সাজাবো!