তোমায় নিয়ে কাব্য করি
আল্পনা দিই আকাশ পাতায়
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
শালুক ফুলে বন্ধু পাতাই
তোমায় নিয়ে একশো আকাশ
রিমঝিমঝিম লক্ষ তারা
তোমার চোখে ডুবি ভাসি
পানকৌড়ি আত্মহারা
এই যে তুমি লক্ষী মেয়ে
যখন তখন কাছে আসো
মায়ের মতোই জড়িয়ে নিয়ে
ভীষন রকম ভালোবাসো
সেই তুমটাই রঙ-বেলুন
আমার প্রিয় এক বিকাল
এই তুমটাই ঝালমুড়ি
সুখ-হাসি বেসামাল