আতিশয্য করা পৃথিবীতে তোমায় খুজে যাই
দিন-রাত একাকার; কোথাও তো তুমি নেই যে
শুধু হাহাকার! গ্রামের পর গ্রাম উজাড় করে
শহরতলী থেকে দুর্গ বাড়ি, প্রাসাদ প্রাঙ্গনে
অস্তিত্বের হদিশ মেলানো দায়, কোথায় তুমি?
প্রভাতে যে একাকী ছোট্ট শিশু কাঁদছিল রাস্তায়
আমি তো তোমার সন্ধানে এড়িয়ে গেলাম তারে;
মাঠের ধারে উষ্ণ রোদে চাতক জল তৃষ্ণায়
অনেক ছিল তাড়াহুড়ো খুঁজছিলাম যে তোমায়,
পেলাম না যে, কোথায় তুমি? একটিবার………!
তুমি যে আমার আনন্দধারা, পথ চলছিলে সাথেই
সময় কখন ফুরিয়ে গেছে যেন খেলার মতই,
প্রাণের গভীরে গোপনে তুমি নিভৃতে কর বাস
জীবন কাটানো মধুর হয় বরং এড়ায় তখন দায়;
দৃষ্টির তাই অগোচরে গানের রচনা তোমার ,
আমার মধ্যে সুরের অভাব খুঁজেছি হেথায় হোথায়!