এই বিশ্বে কোথায় ভালোবাসা আছে
তা আমার খোঁজার দরকার নেই,
আমি খুঁজিও না
আমি শুধু তোমায় দেখে যাই।
কেন?
তোমায় একবার দেখলেই
ভালোবাসা হয়ে যায়,
তাই মন চায় না
অন্য কাউকে বা অন্য কিছুকে ভালোবাসতে।
যেদিন তোমায় প্রথম দেখেছিলাম
সেদিনই ভালোবেসে ফেলেছিলাম,
সেদিন থেকে আমি আর ভালোবাসার পার্থক্য করি না
কারণ সেদিন থেকে আমি তো তুমি ছাড়া
অন্য কিছু বা অন্য কাউকে দেখি না,
তাই অন্য ভালোবাসার প্রশ্নও ওঠে না।
তুমি যেন ভালোবাসার আধার!
সেই তোমায় প্রথম দেখা
সেই একবার দেখায় ভালোবেসে ফেলা,
তারপর থেকে আর ইচ্ছা করে না ভালোবাসার রুচি পাল্টাতে।