তৃষিত হিয়া আকুল আজি পরান কারে চায়
তপ্ত নিদাঘ গুমোট গরম অস্থির মন তাই,
কালো মেঘ ঘোমটা টেনে আকাশ ভরে আছে
বৃষ্টি রূপে ঝরবে জানি তোমায় আমি চাই।
ওগো দামিনী চমকে ওঠো গর্জন করো দেখি
আয়রে ঝেপে আয়রে তবে বৃষ্টি জলে ভাসি,
জুড়াক প্রাণ কাদম্বিনী বর্ষা মুখর আজি,
গরম চাদর ছুঁড়ে ফেলে আরামে তবে হাসি।