তুমি এটা ভেব না যে
তোমাকে না পেয়ে আমার জীবন চলছে না।
তোমাকে জীবনে পাইনি বলেই তো সেই বিরহে কবিতা লিখি।
ক’জন এমন ভাগ্যবান বলোতো
যারা শুধু কবিতা লিখে জীবন কাটায়,
তাও আবার বিরহের কবিতা!
সবাই বলে বিরহের কবিতা নাকি পড়তে অনেক ভালো লাগে
তোমাকে জীবনে পেয়ে গেলে হয়তো বিরহ কী বুঝতাম না
আর এমন ধরনের কবিতা
লেখাও হতো না।