তুমি দূরে চলে গেলে
তোমার প্রতি আমার ভালোবাসা যায় বেড়ে।
তুমি দূরে চলে গেলে
চোখের আড়াল হও যত;
আমার মনের মধ্যে প্রকট হও তত।
তুমি দূরে চলে গেলে
তোমার কন্ঠস্বর যত মিলিয়ে যায়;
আমার সঙ্গীত তোমার নূপুরের বোলে তত ধন্য হয়।
তুমি দূরে চলে গেলে
তোমার হাসির সমুদ্রের গর্জন যত কমে যায়;
তোমার হৃদস্পন্দনের ধ্বনি আমার বুকে তত জোরালো হয়।
তুমি দূরে চলে গেলে
তোমার কেশের গন্ধ যত হারিয়ে যায়;
তোমার কেশের বিক্ষোভের ফলে সৃষ্ট ঝড়ে ধুলো আমার সর্বাঙ্গ ঢেকে দেয়- আমি সেই গন্ধে ডুবে থাকি।
তুমি দূরে চলে গেলে
যত চোখের আড়াল হয়ে যাও;
আমার হৃদপিন্ডের দেওয়ালে রক্তাক্ষরে লেখা তোমার নামের উজ্জ্বলতা তত বেড়ে যায়।