দেখেছো সাগরে ঢেউ চুম্বনে তারাদের থরোথরো !
শুনেছো সেতারে মুগ্ধ বাদরে মেঘ ঝর্নার ঝালা !
প্রকৃতির পাখা নড়ালে সময় , সম্মানে পড়ো পড়ো
অনুগতা বুকে সংসারী হিম , গলে’ এসো পরীবালা ।
গলালে গলবো , সংশয়ী মন কোন কূলে নদী দুলবে !
বীজের মায়ায় পাইনের শাখা প্রশাখায় টানটান ,
মেদে মেদে ঢাকা নোয়ানো নাভিতে আবারও কী জুঁই ফুটবে ?
কীভাবে ফিরবে প্রাজ্ঞ পুকুরে সাঁতারের পলিঘ্রাণ !
ফেরালে ফিরবে ফেরারী জীবন গোটালে পোড়ানো জিন
পুড়ে যায় রোমে রোমাঞ্চ , কূপে অভিজ্ঞতার সাপ ।
উই-এর ঢিবিতে বিস্ময় পোরা , জাগালেই রিনরিন
তরবারি শান মনের , শরীর হোক না পুরোনো খাপ ।