মাথার ভেতরে আছে
হেরে যাওয়ার ক্রোধ,
বুকের ভেতরে বাজে
ব্যর্থতার সাইরেন,
কিছু হবে না, কিছু পাবে না
তুমি তো আকাশ নও
যে সবকিছু ছুঁতে পারবে, তুমিতো নদী নও
যে কান্নায় তোমার স্রোত বদলাবে না,
তুমি তো অরণ্য নও
যে ধ্বংস করলেও ,
আবার সৃষ্টির নেশায়
ভেসে যাবে কালের নিয়মে। তুমিতো হায়না নও যে শিকারের সন্ধানে ,
আশেপাশে ঘুরে বেড়াবে।
আমি দাবদাহের মত
সবকিছু পোড়াতে চাই ,
যার ছাই চিহ্ন নেই ।
আমি তো সেই স্বপ্ন যা দেখলে
মানুষদের অন্তরাত্মা শুকিয়ে যাবে ,
কান্নায় ভেঙে পড়বে বিবেক ,
বোধ দিশেহারা হবে ।
তবুও তো বাঁচতে হবে,
এক বুক আশা ,
চোখ ভরা সুখ স্বপ্ন
আর হৃদয় ভরা জীবনের গান নিয়ে ।