জন্ম আমার কারখানাতে
আজীবনবাস করি ফুটপাতে
নাম টি আমার ডাস্টবিন
এক ডাকে চেনে সর্ব লোকে
এখন তবে ঠাই পেয়েছি ফ্ল্যাটেও।।
ভালোবেসে রাখে ঘরের কোণে
নাম টা আমার খুব পছন্দ
যদিও আমার গায়ে একটু গন্ধ।।
এতে আমার কিছু আসে যায় না
কারণ টা কি জানেন বাবু ?
নিজের গায়ে গন্ধো নিয়ে
অন্যদের দিই আনন্দ।।
আমি সবারে করি আহ্বান
কিন্তু আমাকে দেয়না কেহ সম্মান।।
আমি সবাই কে ডাকি, ভালোও বাসি
তবু আমার ভাগ্যে খাবার জোটে পচা ,বাসি।।
বিনা মাইনের চাকর আমি
পাই না ছুটি কোনো দিন
তবু কাজে দিই না ফাঁকি
কারণ নাম টা আমার ডাস্টবিন।।