অঘ্রাণ পৌষ মাস জুড়ে কত মেলা গ্ৰামে,
ডালা ভরা পাকা ধান্য সকল ধামে।
সুখে হাসে আদিবাসী
মাতে নৃত্যে সবে আসি
ফুলের সাজে সেজে ধামসা মাদল সনে,
টুসু গানে মাতে তারা সকল জনে।
নতুন পোষাক পরে ঘুঙুর পায়ে দিয়ে ,
নাচে সকল বঁধুয়া খুশ হৃদি নিয়ে।
গ্ৰামটি জুড়ে টুসুর মেলা
টুসু পুজোয় কাটে বেলা
পিঠে পুলির ঘ্রাণে বাতাস সুবাস ছড়ায়,
সকল জনে পরব সনে মত্ত নেশায়।
বন বনানী মর্মরিত হলুদ পাতায়,
শীতের ক্ষণে পাতা ঝরা বৃক্ষ শাখায়।
ঘুঙুর নিক্কণ তারই সাথে
তোলে ধ্বনি হিমেল প্রাতে
সোনাঝুরি ফুলের ঝালর দোলে মাথে,
গ্ৰাম বধূরা ধামালিতে নৃত্যে মাতে।
সরগরমে আকাশ বাতাস হয় যে মুখর,
নাচের তালে ডঙ্কা নিনাদ বাজে তুখর।
ধামসা মাদল মঞ্জীরা তান
বেলোয়ারি কাঁকনের গান
দিকে দিকে ছড়ায় তুফান মন্দ্র সুরে,
আদিবাসী মহিলা সব নাচে ঘুরে।
টুসু মেলা টুসু পুজো মকর দিনে,
হাসি সাথে দুঃখ সবার মনন বীণে।
ধান্য লক্ষ্মী টুসুর ভাসান
দেয় যে সবে করে সিনান
ভাসান শেষে মাদল বাজে সন্ধ্যা বেলায়,
করুণ গানে প্রদীপ জ্বালে তুলসী তলায়।