কিছু ঝরা পাতা হাওয়ার সাথে যায় উড়ে,
চলে যায় গাছের থেকে বহু দুরে,
তবু কি ছেঁড়ে গাছের সাথে বন্ধন তার?
আজীবন থেকে যায় এক অদৃশ্য টান! !
কিভাবে হাতের মুঠো থেকে পিছলে
সময় বেরিয়ে যায়,
সবকিছুকে আঁকড়ে ধরতে গিয়ে,
যাই সবের থেকে অনেক দূরে হারিয়ে,
মুঠি করে ধরা বালির মতোন,
আঙুলের ফাঁক গলে সব সুখ যায় পালিয়ে,
আমার অজান্তে।
ঝরা পাতার মতো হাওয়ার সাথে উড়তে উড়তে,
চলে যাই কোন সে অজানা দেশে,
রোজকার দিনযাপনের অসহ্য গ্লানি থেকে
পেতে চাই মুক্তি, তবু পাইনা কিছুতেই,
চোখের জলের নোনা স্বাদের
কষাঘাতে ফিরি নির্মম বাস্তবে,
তবে কি প্রয়োজন ঝরা পাতা তোমার –
উড়ে বহুদুর যাওয়ার,
থাকো না গাছের সাথে,
ভালবেসে যাও গাছকে চিরকাল,
আবদ্ধ হও চিরকালীন ভালবাসার
বন্ধনে।।।।।