“আকাশের চাঁদ যখন আমার সঙ্গে সঙ্গে যায়,
হাত ধরে তার সনে চলি পায় পায়”।
জ্যোৎস্না আলোকে পথে চলি যবে রাতে,
মনে হয় চাঁদ যেন চলে মোর সাথে।
কায়া মোর ছায়া হয়ে চলে পাশে ধেয়ে,
চন্দ্রমার স্নিগ্ধ আবেশে ধরণী রয় ছেয়ে।
জীবনের গতিপথে বুঝি হয় জ্যোৎস্না উদ্ভাসিত,
এক লহমায় বাগ্ময় হয় তখন নীরব কথা অবারিত।
চাঁদের আলোর সনে ভেসে চলি ইচ্ছে যেথায়,
হাত ধরে পথ ‘পরে নিঝুম রাতে একা পায় পায়।
আকাশে মেঘ চলে ছুটে মাঝে মাঝে চাঁদকে আড়াল করে,
যেন লুকোচুরি খেলে জ্যোৎস্নার সাথে প্রীতি প্রেম ভরে।
নিশ্চুপ তারা কত দেখি চেয়ে চাঁদ সাথে রাত জাগে,
অপরূপ শোভা সৌন্দর্য দেখে অতি মনোরম লাগে।
সুধাকর সাথে তারার বাসর,পরিদল ঘিরে খেলে,
মন বলে, বক্ষে রাখতাম ধরে চাঁদ তোমাকে কাছে পেলে।
শান্ত মনে ধৈর্য ধরে বিজনে একান্তে পথ চলা,
চাঁদ সনে চলে ; তার সাথেই মনের যত কথা বলা।
বিবসনা জ্যোৎস্না ধারায় অবগাহনে আপ্লুত হয়ে,
মন মোর অসীম শূন্যে হারায় জ্যোৎস্নার আলয়ে।