বিনম্রতা জ্ঞানীর ভূষণ
কর্মে তাঁকে জানে,
অজ্ঞানী জন তর্কে মাতে
মূর্খ সবাই মানে।
বিবেক চেতন বুদ্ধিমত্তা
শালীনতায় কথা,
জ্ঞানী লোকের স্বভাবগুণে
পরিচয় পাই যথা।
গর্বভরে ভাষণ দানে
বিজ্ঞ সাজে যারা,
লোকের বিদ্রুপ শ্লেষে ভরে
অজ্ঞানী যে তারা।
জ্ঞানী হলেন রোহিত মৎস্য
গভীর জলে রন,
অল্প জলে সফরী মাছ
অজ্ঞানী জন হন।
ঝুলি ভরে ডিগ্রী থাকলেই
হন কি সবাই জ্ঞানী?
আচরণ আর কথাবার্তায়
জ্ঞানের পরশ মানি।
ভরা কলসী শূন্য কলসী
প্রবাদ বাক্যে সাজে ,
জ্ঞানী যদি ভরা কলসী
অজ্ঞানী শূন্যে রাজে।