স্বপ্নিল জোছনা ধারা অম্বরের মাঝে
নির্ঘুম বাতাস জাগে খোলা জানালায়
নীলাভ আলোর রেখা চরাচরে রাজে,
সারি সারি অট্টালিকা দূর নিরালায়।
নিশ্চুপ নগরী তায় শূন্যতা আবেশ
আলোছায়া খেলা চলে যেন পথ বাঁকে
নির্লিপ্ত প্রকৃতি মাঝে মদালসা রেশ
জোনাকিরা জ্বালে বাতি ক্ষণে ক্ষণে ফাঁকে।
নক্ষত্র বাসরি সাজে নিহারিকা সাথে
অনামিকা স্বাতি পুষ্যা দীপ্ত রূপে জ্বলে
অপলক চেয়ে দেখি পূর্ণিমার রাতে
অপরূপ শোভা কত নীলাম্বর তলে।
নিশীথ রাতের শোভা মোহময় কত,
গগন মাঝে মায়াবী নগরের মত।