মনের ভিতর সেই ডুবুরি তল কুড়োতে নামছে
বুকে দম ভরেছে বাতাস রাজা বনস্পতির ,
তলের বৃন্ত মনের কথা গোপন ফুলে ফুটিয়ে
নীরব , শোনার জন্য হারিয়ে বাজি বেদম ফকির ।
সেই ডুবুরি পাগল নাকি ? অজানা দূর
ডুবতে ডুবতে ফুরিয়ে যাবে হাজার আয়ু ,
তাও কী পাবে মাইলস্টোনে আর কতদূর
খোদ প্রকৃতির আছে কী সেই শক্তি স্নায়ুর ?
তবুও এই অবাক নেশাই বাঁচিয়ে রাখে
নয়তো জড় , রাখছি আমি তোমরা কী নও ?
ইচ্ছেটা থাক স্বেচ্ছা সুখে , শুঁকলে বাসি ।
খোঁজটা আসল বোধটা বোঝো জীবন্ত হও ।