ভালোলাগাগুলোর মৃত্যু দেখছি ডানপাশে
অথচ বামপাশ থেকে হলুদ কিছু শিশুও জন্ম নিচ্ছে
এক কাপ কফি অফার করে
তুমি কলিজাটাও টেবিলে রেখেছিলে
সে ঘ্রাণ কি ভুলবার
অনেকগুলো
নিয়ম না মানা সরলরেখার নামই জীবন
অনেক না বলা ইচ্ছের নাম বেদনা
অথচ
হেরে যেতে কেউই চায় না
তাই
সব অসন্তোষের কবর দিয়ে
জীবন্ত ডালিম রঙই আমার প্রিয়