সময় বয়ে যায়,অসময়ও যায়
তবুও এই বয়ে যাওয়ার ভিতর
শূন্যতা আর পূর্ণতার মধ্যে যতটুকু ব্যবধান
ঠিক ততটুকু ব্যবধান রেখেই এ’জীবনও
বয়ে যায়, বয়ে যেতে হয় নিরন্তর
এক অদৃশ্য আলোক ও অন্ধকারে
রক্ত তরঙ্গের গভীরএক সম্পর্ক নিয়ে ফিরেও আসে আবার কৃতকর্মের সম্ভারে
আর এক নতুন জীবনে…
এভাবেই জীবনে জীবন যোগ হয়
বিয়োগ হলে অবশ্যম্ভাবী মরণ
জীবনের কোন গুণিতক নেই বলে
গুণফলও নেই তার
তবে বিভাজক ও বিভাজ্য আছে
আছে ভাগ ফলও
জীবনকে জন্ম ও মৃত্যু দিয়ে
ভাগ করো যদি ভাগফল এক
আর অবশিষ্ট শূন্য
এ বড়ো জীবন রহস্য
জীবনের এ বড়ো কঠিন প্রাণপাত ।