নিজেকে মূল্যহীন প্রমাণ করতেই তো,
নিজের চারিপাশে গড়ি ঘেরাটোপ,
আমার আমি কে বিসর্জনে পাঠিয়ে,
ভাবতে থাকি ,কি কি বলছে লোক ,
শামুকের খোলসের আবরণে ঢেকে,
ইচ্ছে গুলো কে ফ্রিজারে রেখে-
অনেক তো হলো!!
খোলস ছেড়ে ;
এখন মুক্ত আকাশে ; নিজের ডানা মেলে ধরো,
যদি মুখ থুবড়ে পড়ো? যেওনা থেমে,
ছেড়ো না আশা,
উল্টো চালে করো মাত,শকুনির পাশা,
ঝড়ের সমুখে শক্ত করে ধরো হাল,
পাবেই তুমি স্বপ্নের দ্বীপ,
মনে জোর রাখো ভাঙ্গা নৌকার নাবিক।।