হাওড়া জেলার শিবপুরের ১৮৯০ সালের ২৬শে নভেম্বরে
জন্মেছিলেন এই ভাষাতাত্ত্বিক এক মধ্যবিত্ত পরিবারে ।
ছোটবেলা থেকেই মেধাবী পন্ডিত সুনীতি কুমার
এন্ট্রাস পরীক্ষায় করেন ষষ্ঠ স্থান অধিকার
বৃত্তি হিসেবে কুড়ি টাকা পেয়ে ছিলেন আরও
প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি জুবিলি গবেষণা পুরস্কারও
এম এ পরীক্ষায় অধিকার করেন প্রথম স্থান
পেয়ে ইংরেজির অধ্যাপক হিসেবে কর্মজীবনে পান মান।
ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় গেলেন তিনি লন্ডনে
সেখানকার বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ধ্বনিবিজ্ঞানে
ডিলিট ডিগ্রি পেয়ে পাড়ি দিয়েছিলেন প্যারিসে
ফিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে খয়রা অধ্যাপক
হলেন শেষে
পরে এমিরেটস অধ্যাপক হিসেবে পুনঃনিযুক্ত হন।
তারাপুরওয়ালার কাছে আবেস্তা করেন অধ্যয়ন।
রবীন্দ্রনাথের ভ্রমণ সঙ্গী ছিলেন এশিয়া সফরে
ফোনেটিক অন্যতম রিডার হিসাবে ভূষিত পুরস্কারে
সাহিত্য বাচস্পতি আর পদ্মবিভূষণ
১৯৭৭ এর ২৯ শে মে করেন মৃত্যুবরণ।