আষাঢ় এলো বর্ষারানি’র
জলতরঙ্গ বাজে,
আঁধার ঘনায় অসময়ে
কাদম্বিনী রাজে।
নিদাঘ দহন তাপে ধরায়
অগ্নিজ্বলা পরান,
বর্ষণ ধারায় হরষ জাগায়
বৃষ্টি সুধায় সিনান।
কদম কুমুদ বকুল গন্ধে
বাতাস হলো আকুল,
বৃষ্টি ধারায় স্নাত হয়ে
খুশির নাচন অতুল।
পুকুর ডোবা জলে থৈ থৈ
নদীর উজান ধারা,
বিষম নাদে চলছে ছুটে
দূর অজানার পাড়া।
সৃষ্টি সুখের উল্লাসে’তে
রূপের বাহার ছড়ায়,
বর্ষণ গীতির মধুরতায়
সুরের ঝরনা ঝরায়।
মৌমাছিরা গুঞ্জন তুলে
ফুলে ফুলে দোলে,
মেঘের নিনাদ শুনে শিখী
নাচে কেকা বোলে।
কৃষক খুশি চলে মাঠে
লাঙল কোদাল নিয়ে,
বৃষ্টি সুধায় গা ভাসিয়ে
চাষ করে মন দিয়ে।
ব্যাঙের মকমক সারাটা দিন
ঝিল্লি ডাকে সাথে,
আলো আঁধার ঝাপসা ধরা
জোনাক আলোয় মাতে।