অকল্পনীয় একটা জীবন এক চুমুকেই শেষ
সুখের আবেশে স্বপ্নরা ওড়ে পাহাড় শীর্ষদেশ।
তারই মাঝে তমস রাতে কামের আকুল আহ্বান
মিলন মেলায় – যন্ত্রণার আকুতিতে খান-খান।
এক জীবনে অনেক পাওয়া উষ্ণতার আবেশ
তোমার ওষ্ঠে, ওষ্ঠ চাপি উরুচাঁপা নিম্নদেশ।
সংগীতের অনুরণন,গর্ভ ধারণ আনন্দ উচ্ছল
সর্বনাশা মদির নেশায় মাতৃত্ব নিশান উজ্জ্বল।
পাহাড় থেকে উজিয়ে আশা সুখের অন্তমিল
নীরব শ্রোতার ভয়বিহ্বল অভিশপ্ত মঞ্জিল।
চায়ের কাপে ঝড় তুলে যায় অনন্ত জিজ্ঞাসা
অনুপস্থিতি টের পাওয়া যায় মিথ্যা স্তুতির আশা।
একসকালে পেয়ালা হাতে তোমার শুভসকাল
সেই রইল আজীবন কাল ধর্মসাক্ষ্যে বহাল।
সব কিছুরই নীরব দর্শক, যৌনতা দখলের স্বাক্ষী
তোমার আঁচে সিদ্ধ হলাম, স্তব্ধ আমি এনাক্ষী।
সহজ,তবুও তো সহজ নয় প্রকৃত ভালোবাসা
রূপ,রংয়ের ছবিটা – আশায় বাঁধানো খাসা।
যাকে ছাড়া সময় শুধুই ফাঁকা ফাঁকা লাগে
সেই সহসা যবনিকা টানে শুরুর হওয়ার আগে।