গোধূলি,
বর্ষার মেঘে কালী হয়ে ঘিরে রেখেছে পুরো আকাশ।
এক পশলা বৃষ্টি হয়ে গেছে।
মেঘের ফাঁক দিয়ে এক ফালি চাঁদ উকি মারছে
ছেলেটা মাঠে হাটু জলের মধ্যে ছুটছে।
মাইল তিনেক দূরে
সুন্দরী বনের ধরে
চৌধুরীদের পুকুর পারে
একটা সদ্য খসে পড়া তারা তার জন্য অপেক্ষা করছে।
নেমে এসেছে আকাশ থেকে।
বৃষ্টি শুরু হলো।
ধনুক থেকে বেরোনো তীরের গতিও দ্বিগুণ হলো।
টুপ টাপ, ঝপ ঝপ , ছপ ছপ
চৌধুরীদের পুকুর দেখা গেল।
সঙ্গে দেখা গেল একটা কালো ছাতা।
দৌড়ের গতি বাড়ল।
হঠাৎ!
একটা শব্দ আকাশের বুক চিরে,
এপার থেকে ওপারে চলে গেলো।
বন্দুকের গর্জন আবার শোনা গেলো।
বৃষ্টি জোরালো হলো।
বর্ষার কালো জলের সাথে লাল রং মিশে
চৌধুরী বাড়ির পুকুর আলতার রং ধারণ করল।
অন্ধকারে দুটো শব পড়ে থাকলো পরস্পরের দিকে চেয়ে ।।