লোভের বাসায় ঘুঘুর ঠাই –
অসহায়তার সুযোগ চাই ,
বিবাহপূর্ব গর্ভ তারই ফসল ,
সরল বিশ্বাসগুলো মাথাকুটে মরে আঁধারে ।
কাপুরুষদের মিথ্যা প্রতিশ্রুতি ,বাঁচার প্রলোভন –
গ্রামে ,গঞ্জের অসহায় কুমারীর তাই আত্মাহুতি ।
বিষাক্ত ঘুনধরা পৃথিবীতে খুব কম দুটি মন –
মিথ্যা ভালোবাসা মেলে সর্বক্ষণ ।
বেশিই দুষ্টকাম ,সর্বশক্তিবান –
আনাচে কানাচে ঘোরে এখন ভগবান ।
তাই এখন শুদ্ধতা ,পবিত্রতার সংখ্য এতই অল্প –
পাথরের গাদায় বালির দানা পূর্ণ প্রেমের গল্প ।
আমার ছেঁড়া পাণ্ডুলিপি খুঁজে যাই সারাবেলা ,
কিছু অভিযোগ ,জীবনের কিছু কথা –
সময়ের বুক ফাটা দীর্ঘশ্বাস যেন ইতিহাস ,
আমার রক্তলেখায় হয়ে আছে নীরব প্রতিবাদ ।
আকাশের বুকে খুঁজে যাই শেষ সান্ত্বনা –
যেখানে সূর্যের নির্ভেজাল হাসিটুকু রয়েগেছে এখনও।